ডেস্ক নিউজ
পাকিস্তানে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ভারত!
গতকাল রাতে এ হামলা চালায় ভারত।
ভারতীয় হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে এবং ২ জন নিখোঁজ রয়েছেন।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
নিহতদের মধ্যে দুই শিশু ও নারী রয়েছে বলে জানিয়েছেন তিনি।
গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালাল ভারত।
এদিকে ভারতের হামলায় জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।
বুধবার সকালে এ পাল্টা হামলা চালায় পাকিস্তান। এ হামলায় ৫ বিমানসহ ভারতীয় ব্রিগেড সদর দপ্তর গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে তারা।
পাকিস্তানের হামলায় ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক বলেছেন, ‘জম্মুর পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করে আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।
পার্শ্ববর্তী দুই দেশ ভারত ও পাকিস্তানের এমন যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ দেখা গেছে বাংলাদেশের অনেক সাধারণ মানুষে মধ্যে।
ভারত-পাকিস্তান ভয়াবহ যুদ্ধ শুরু হলে এর বিভিন্নমুখী প্রভাব বাংলাদেশেও পড়বে বলে আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।