মোঃ রেদওয়ান(স্টাফ রিপোর্টার)
সুইসাইড নোট লিখে চট্টগ্রামে নিজ অফিসে আত্মহত্যা করেছেন এক RAB কর্মকর্তা!
তার নাম পলাশ শাহা।
তিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা ছিলেন।
জানাযায় RAB-৭ এর এই পুলিশ কর্মকর্তা অভিযানের প্রস্তুতির অংশগ্রহণ কালে অস্ত্র ইস্যু করে সকাল ১১টার দিকে নিজ অফিস রুমে যান, এর কিছুক্ষণ পরে গুলির শব্দ শুনতে পেয়ে অন্য RAB সদস্যরা রুমে গিয়ে তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পান।
তার ইস্যু করা পিস্তলটি নিচে পরে থাকতেও দেখতে পান তারা।
এসময় তার টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।
সুইসাইড নোট থেকে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তি-কলহ কিংবা মান অভিমানের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
৩৭তম BCS এর কর্মকর্তা পলাশ সাহা গোপালগঞ্জের কোটালিপাড়ার মৃত বিনয় সাহার ছেলে।
তার লেখা আবেগঘন সুইসাইড নোট ইতিমধ্যেই সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সুইসাইড নোট পড়ে দুঃখ প্রকাশ করছেন নেটিজেনরা।