কবিতার নাম : তোমার দ্বিধা
লেখক : সাহিদুল ইসলাম
সবকিছু সে বুঝেনিয়ে,
তাকে যে আমার নিজের ভাবি।
সে শুনছে ঠিকই ঘুমের ঘোরে,
সপ্ন ভেবে দিল উড়িয়ে।
না পাওয়া যত মেঘ জমেছে মন আকাশে,
বৃষ্টি নামক শব্দ নিয়ে ঝড়ে পরবো তোমার শহরে …🦋😊
[bangla_date]