ইমরান বিন সুলতান ( স্টাফ রিপোর্টার)
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতের ঘটনায় এক হৃদয়বিদারক মৃত্যু ঘটেছে। উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর কান্দিপাড়া মাস্টারবাড়ির বাসিন্দা মোস্তফা কামাল (৫০) ও তাঁর ১২ বছর বয়সী পুত্র বজ্রপাতে প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকালে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে মোস্তফা কামাল ও তাঁর ছেলে বাড়ির পাশে একটি জমিতে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। পরিবার-পরিজন ও স্থানীয় বাসিন্দারা এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।