 
																
								
                                    
									
                                 
							
							 
                    
ইয়াসিন আহমেদ শরিফ (স্টাফ রিপোর্টার মৌলভীবাজার)
শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা-বাগান থেকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
ঘটনাস্থলে উপস্থিত শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অলক কান্তি গুন জানান, নিহত যুবকের নাম হৃদয় মিয়া (ইয়াছিন) তাঁর পিতার নাম লিটন মিয়া ও মায়ের নাম হাসিনা বেগম। নিহতের পরিবার শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ আবাসিক এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। তাদের মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি রহস্যজনক হওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।