মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি
গত ২৪শে জুন খাইছড়া চা বাগানে বৃক্ষ রোপণ ও বিতরনে স্থানীয় ইউ পি সদস্য দয়াল বোর্নাজির সাথে ইয়ুথ ফর পলিসির সদস্য রিপন কুমার মৃর্ধার সাথে যে সমস্যা সৃষ্টি হয়েছিল,
পরবর্তিতে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন মহোদয়ের নির্দেশে,অদ্য-১০জুলাই সমাধান হয়,
খাইছড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বৃক্ষ বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ,
ইউ পি সদস্য দয়াল বোর্নাজি বলেন আগামিতে অবশ্যই যুবকদের সাথে নিয়ে কাজ করে যাব,
যুবকরা ও বলেন মুরব্বি হিসেবে আমরাও উনাকে সামাজিক কাজে, সাথে নিয়ে কাজ করে যাব, এসময় উপস্থিত ছিলেন, চা শ্রমিকের সেবক সংগঠন এর সভাপতি বিষ্ণু হাজরা রাজু,আরও উপস্থিত ছিলেন,
রিপন কুমার মৃর্ধা, মহাদেব কুমার ভুইয়া, বিশ্বজিৎ, দোষাধ সুজন, শুক্ল বৈদ্য, জয় বাক্তি, জায়েদ হাসান, সুকেশ বাক্তি, ও শিক্ষক সজিব কেওট প্রমুখ।
চা শ্রমিকের সেবক সংগঠন
ধন্যবাদ জানান সবাইকে যাদের মাধ্যমে এবং উপস্থিতিতে
কর্মসুচি সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি।