মাহফুজুর রহমান সিংড়া(নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় ১২ লক্ষ টাকার কারেন্টজাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
১৭ই জুলাই বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের নেতৃত্বে, ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহাদত হোসেনের সহযোগিতায় ২নং ডাহিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ মিটার কারেন্ট জাল ও ৩০০ টি চায়না দুয়ারিজার জব্দ করে যার বাজার মুল্য ১২ লক্ষ টাকা । এ সময় আরশেদ আলী নামের ডাহিয়া গ্রামের একজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে জব্দকৃত কারেন্টজাল ও চায়না জাল সকলের উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয়।
প্রায় ১২ লক্ষ টাকার কারেন্টজাল ও চায়না দুয়ারি জাল জব্দ করে।