মি. সিমরান (স্টাফ রিপোর্টার):
✈️ মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা
উত্তরা, ঢাকা | সোমবার, ২১ জুলাই
আজ দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ বিকট শব্দে একটি বিমান কলেজ চত্বরে আছড়ে পড়ে। এতে মুহূর্তেই কলেজের শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সঠিক কারণ কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা না গেলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
দুর্ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই জানানো হবে।