বানারীপাড়া প্রতিনিধি
২১ জুলাই ২০২৫, সোমবার
বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নে “জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট একশন (গেটকা)” প্রকল্পের ইউনিয়ন লোকমোর্চা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস ও ওয়েব ফাউন্ডেশন যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ইউপি সচিব জনাব শাহাদাত হোসেন। তিনি বলেন, “আমার ইউনিয়নে গেটকা প্রকল্প বাস্তবায়নে যেকোনো সহযোগিতার প্রয়োজনে আমরা সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত।” এছাড়াও তিনি এনএসএস ও ওয়েব ফাউন্ডেশনকে এই গুরুত্বপূর্ণ প্রকল্প চালুর জন্য ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমন্বয়কারী হাসান উল বান্না এবং ওয়েব ফাউন্ডেশনের মনিটরিং অফিসার ইসমাত জেরিন। সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি, যুব প্রতিনিধি, ছাত্র, প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন লোকমোর্চার চেয়ারপারসন মোঃ শহিদুল ইসলাম এবং বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন। সভার সভাপতি প্রকল্প বাস্তবায়নে এনএসএসকে সর্বাত্মক সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং সমাজের উন্নয়নে এগিয়ে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভাটি সঞ্চালনা করেন এবং প্রকল্পের মূল উদ্দেশ্য ও বিষয়বস্তু তুলে ধরেন বানারীপাড়া উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর হোসাইন।
মোঃ মেহেদী হাসান
বানারীপাড়া প্রতিনিধি
তারিখ: ২১/০৭/২০২৫