মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৭৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৮০০ টাকাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে,
সোমবার (২১ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ, জানা যায়, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এএসআই আবুল ভাসানী সহ পুলিশের একটি চৌকস দল,
অভিযান টি পরিচালনা করা হয়েছে শ্রীমঙ্গল উপজেলার পাঁচাউন বাজার এলাকায় সেখান থেকে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করে রুবেল মিয়া ওরফে লোবন মিয়া (৪০) এর কাছ থেকে ২০০ পিস ইয়াবা এবং পারুল বেগম (৩৫) এর কাছ থেকে আরো ৫৫০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়,
উভয়ই মির্জাপুর ইউনিয়নের পাঁচাউন গ্রামের বাসিন্দা, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত স্বামী-স্ত্রী মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে, তারা জানান এগুলো বিক্রির উদ্দেশ্যেই সংগ্রহ করা হয়েছিল, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।