গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মেকানিক রাজুর বাড়ীতে নান্নু চৌধুরী ও তার আত্মীয়স্বজনের হামলা ও ভাংচুরে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। উক্ত বিষয়ে মেকানিক রাজু বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হাসানুর রহমান নান্নু চৌধুরী, মিলন আহমদ, আয়নুল ইসলাম, ময়নুল ইসলাম, আব্দুল মালিক কে আসামি করে
একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মরহুম শফিকুল হকের ছেলে আব্দুর রহমান রাজু (৩৭) একজন ব্যবসায়ী ও সিলেট জেলা মটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক। বিবাদীগন একই গ্রামের বাসিন্দা। মেকানিক রাজু তার বসতবাড়িতে একটি নতুন ঘর নির্মান করছেন। গত ২১ জুলাই সন্ধ্যা অনুমান ৬ টায় নান্নু মিয়া সহ অজ্ঞাতনামা ২/৩ জন দলবদ্ধক্রমে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে রাজুর বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের নাম ধরে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এলাকায় বসবাস করাসহ ব্যাবসা বাণিজ্য করতে হলে হাসানুর রহমান নান্নু চৌধুরীকে চাঁদা বাবদ ৫০,০০,০০০/-(পঞ্চাশ লক্ষ) টাকা প্রদান করতে হবে। নতুবা প্রাণে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। এসময় বসত ঘরের ভিতরে থাকা কাঠের সোকেসের ড্রয়ারের নক ভাঙ্গিয়া তথায় সংরক্ষিত নগদ ৩,৮৫,০০০/- (তিন লক্ষ পঁচাশি হাজার) টাকা এবং বিবাদী ময়নুল ইসলাম রাজুর স্ত্রীর গলায় থাকা দুই ভরি ওজনের স্বর্ণের চেইন মূল্য অনুমান ৩,২০,০০০/- (তিন লক্ষ বিশ হাজার) টাকা নিয়া যায়। বিবাদী আব্দুল মালিক শিশু সন্তান সাদিকা জান্নাত (৩) কে প্রাণে হত্যার উদ্দেশ্যে তাহার দুই হাত দিয়া পায়ে গলায় চাপিয়া ধরিয়া ভূ-পৃষ্ঠের উপরে তুলিয়া মাটিতে ফেলাইয়া দেয়। এসময় বাড়ির উঠানে থাকা ২টি ডি.আই.পিকআপ ভ্যান ও একটি প্রাইভেট কার ভাংচুর করিয়া অনুমান ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগের ব্যাপারে নান্নু চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বক্তব্য নিতে প্রতিবেদককে বাড়িতে যাওয়ার কথা বলে অবশেষে মুঠোফোন রিসিভ করেননি। এরপর ৩-৪ বার ফোন দিলে তিনি ফোন কেটে দেন।
এ ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমদ বলেন, শুনেছি রাজুর বাড়ীতে হামলা হয়েছে। এই বিষয়ে উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যিনি অপরাধী হবেন তাকে আইনের আওতায় আনা হবে।