1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকএর ফ্রী চক্ষু চিকিৎসা ক‍্যাম্প ঔষধ চশমা ও ফলগাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

মোঃছায়েদআলী শ্রীমঙ্গল প্রতিনিধি


২৭ জুলাই রোজ রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২ঘটিকা পর্যন্ত,

জুড়ী উপজেলার সোনারূপা চা বাগান হাসপাতালে
বিনামুল‍্যে চক্ষু পরীক্ষা, ঔষধ, চশমা ও ছানি অপারেশনর সুযোগ, আর্থিক সহযোগীতায় গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক,

চক্ষু চিকিৎসা ব্যবস্থাপনায়, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনষ্টিউড ও হাসপাতাল কুলাউড়া গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প এ সার্বিক সহযোগিতায় ছিলেন-চা শ্রমিকদের সেবক সংগঠন ও আর্থিক সহযোগীতায়, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক।

সর্বমোট ২৩৬ জন‍ রোগীকে সেবা প্রদান করেন, ছানি অপারেশনের জন‍্য চিহ্নিত করা হয় ৫০ জন ও ৫০ জনকে চশমা বিতরণ করা হয়,ও ১৪০০০ টাকার ঔষধ বিতরণ করা হয়,এবং স্কুলের ছাত্র ছাত্রী ও চা বাগানের শ্রমিকদের হাতে তুলে দেন ৩০০ টি বিভিন্ন ফল গাছের চারা।

প্রথম ধাপে ২০ জনকে অপারেশনের জন‍্য কুলাউড়া চক্ষু হাসপাতালে নেওয়া হয়,তাদের থাকা খাওয়া দাওয়া যাতায়াত অপারেশন ও ঔষধ সম্পুন্ন বিনামুল্যে প্রদান করা হইবে,
বাকি ৩০ জনের বিপি ও ডায়বেটিস বাড়তি তাই তাদেরকে পরবর্তী সময় নেওয়া হবে,

উক্ত কর্মসূচি সোনাররূপ চা বাগানের মানুষকে নিজ উদ্যোগে ফ্রী চক্ষু চিকিৎসার সুযোগ করে দিয়েছেন,

গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক সংস্থার প্রতিষ্ঠাতা, অশৌক রঞ্জন পাল স্যার, এর এ মহতি উদ্বেগ স্বাগত জানাতে চা বাগানের সচেতন যুবক,ছাত্র ছাত্রী মুরব্বি@ সহ বিভিন্ন পেশার মানুষ এগিয়ে আসেন, সার্বিক সহযোগীতায় চা শ্রমিকের সেবক সংগঠন এর সভাপতি দাদা বিষ্ণু হাজরা রাজু, সন্তোষ লোহার ,শান্ত মৃধা, সততা সমাজ কল্যাণ সংস্থার সদস্য মোঃ ছায়েদ আলী,

গ্রাউকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা অশৌক রঞ্জন পাল স্যার রিজিওনাল ম্যানেজার বাবু অতুল কুমার পাল।
সহ: রিজিওনাল ম্যানেজার বাবু মহাদেব ভূঁইয়া।
শ্রীমঙ্গল ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক বাবু সুজিত বিশ্বাস
সহকারী শাখা ব্যবস্থাপক: বাবু লিটন রঞ্জু পাল।
আরও
শ্রীমঙ্গল ব্রাঞ্চের মহাদেব ভূঁইয়া সহ মাধবপুর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যনাজার অনিক বিশ্বাস ও অপুর্ব সরকার,

মৌলভীবাজার জেলার জুড়ীতে স্থানীয় উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ‘গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক)
এসময় আরও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব তাজুল ইসলাম, শিক্ষক প্রদীপ পাল, শ্রমিক নেতা লিটন গুঞ্জ, ধামাই চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি যাদব রুদ্র পাল, সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পু, সুমন আহমেদ, সালাহউদ্দিন শুভ, মোঃছায়েদ আলী প্রমুখ।

মানুষের চোখের সমস্যা সমাধানে সহায়তা করেন, ও বৃক্ষ রোপণ বিতরণ করেন, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক এই ধরনের কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করে এমন কার্যক্রম অব্যাহত থাকবে, এ সমাজিক কাজকে সফল করতে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ প্রকাশ করেন, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক, বিশেষ ধন‍্যবাদ জানান, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনষ্টিউড ও হাসপাতাল কুলাউড়া এই প্রতিষ্টানের ক‍্যাম্প অর্গানাইজার মোঃ আশিকুর রহমান সরকার কে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট