রায়হান শেখ, মোল্লাহাট,বাগেরহাট প্রতিনিধি।
জনতার গণ অভ্যুত্থানের মাস জুলাই আগস্ট। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ২০২৪ সালের জুলাই মাসে সংগঠিত হয় এই জুলাই গণঅভ্যুত্থান । এ গণঅভ্যুত্থানে যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে এদেশের মানুষ নতুনভাবে উত্তরণের স্বপ্ন দেখছে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ০৫/০৮/২০২৫ ইং (মঙ্গলবার) বাগেরহাটের মোল্লাহাটে বুড়িগাংনী গ্রামে শহীদ মোঃ বিপ্লব শেখের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফজলুল হক সহ অন্যান্য অফিসার বৃন্দ, বিভিন্ন দলের নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যেক্তিবর্গ প্রমূখ।