আশরাফুল ইসলাম ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
০৪/০৮/২০২৫ রোজ (সোমবার) সকালে উপজেলায় কমিটি গঠন করা হয়।
সম্মেলনে উপস্থিত সকলের সম্মতিতে আহ্বায়ক নিজাম উদ্দিন এবং আমিনুল হক সদস্য সচিব নির্বাচিত হয়েছে।
সম্মেলনের উদ্বোধক ছিলেন, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক গোলাম মোস্তফা ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মাহমুদুল হাসান শিবলী।
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক নিজাম উদ্দিন সভাপতিত্বে সদস্য সচিব আমিনুক হক এর সঞ্চালনায় ব্যক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।