মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নির্বাহী অফিসারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন স্থানীয় নেতা ও ব্যবসায়ী।
২০২৫ সালের ২১ জুলাই তারিখে পাঠানো অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মোল্লাহাটে উপজেলা নিবার্হী কর্মকর্তা হিসেবে যোগদান করে হরেকৃষ্ণ অধিকারী (গত প্রায় দশ মাসে) সরকারি প্রকল্প, ক্রয়, টেন্ডার ও ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়ম, অর্থ আত্মসাৎ এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের ঘটনা ঘটেছে। অভিযোগকারীরা দাবি করেছেন, ইউএনওর কার্যালয়ের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কাছ থেকে সরকারি অনুদান ও প্রকল্প অনুমোদনের নামে ঘুষ নেওয়া হয়েছে। এমনকি সরকারি ত্রাণ ও সহায়তা সামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগও তোলা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়—
২০২৪ সালের ডিসেম্বর মাসে বিজয় দিবস উদযাপন অযুহাতে সরকারি অনুমোদন ছাড়া ১৬ লাখ টাকার লটারি বিক্রিসহ প্রায় সকল শ্রেণী পেশার মানুষের কাছ থেকে টাকা আদায় করা হয়।
টেন্ডার প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ও কমিশন গ্রহণের মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উপকরণ বিতরণে প্রায় ২৩ লাখ টাকার বাজেটে অনিয়ম করে বিদ্যালয়প্রধানদের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা হয়।
আন্তর্জাতিক সংস্থা ও এনজিও প্রদত্ত টিন, সোলার প্যানেল, খাদ্যসামগ্রী প্রাপকদের মাঝে সঠিকভাবে বিতরণ না করে কতিপয় ব্যক্তিদের মাধ্যমে ভাগাভাগি করা হয়েছে।
এ ছাড়াও, খাদ্যশস্য ক্রয়, সরকারি জমি দখল, টেন্ডার বানচাল ও ত্রাণ সামগ্রী আত্মসাতসহ একাধিক ঘটনার বিস্তারিত উল্লেখ রয়েছে আবেদনে।
অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন—মো: শাহ আলম। যাতে অভিযোগকারী হিসেবে বিএনপি নেতা জব্বার চোধুরী, নাসিম সিকদার ও মোঃ আঃ আলীম শিকদার, ব্যবসায়ী মোঃ হুমায়ুন আজাদ ও মোঃ নাজমুল হাসান রয়েছেন।
তারা অভিযোগের তদন্তপূর্বক প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানিয়েছেন।
এবিষয়ে সাক্ষাৎকারের জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর দপ্তরে গেলে ব্যস্ততার কথা বলে অপেক্ষা করতে বলেন। পরবর্তীতে মুঠোফোনে বক্তব্য চাইলে তিনি বলেন, ওই বিষয় নিয়ে কথা হচ্ছে (অভিযোগকারীদের সাথে), পরে কথা বলবেন (প্রতিবেদকের সাথে)।