রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি।
সাবেক প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৫ আগস্ট, ২০২৫ ইং শুক্রবার বিকালে মোল্লাহাট উপজেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাগেরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মজিবুর রহমান উপস্হিত ছিলেন। মোল্লাহাট উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ,## সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেব আলী, সাবেক সদস্য সচিব জাহিদ মিয়া,যুবদল নেতা শেখ শিমুল, ছাত্রদল নেতা শেখ ফুরকান, মোল্লাহাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ লায়ন জিয়াউর রহমান, বিএনপি নেতা তাওহীদ শিকদার, রিয়াজ মিয়া,জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মোল্লাহাট শাখার সভাপতি মোহাম্মদ হোসাইন সিকদার ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।