 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি)
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অদ্য (২৭ আগস্ট, ২০২৫ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ১০.১০ ঘটিকার সময় এসআই/মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল থানাধীন ০৬নং আশিদ্রোন ইউপির অন্তর্গত সিন্দুরখাঁন রোডস্থ ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসার সামনে খাসগাঁও লিংক রোডের সংযোগস্থলে পাকা রাস্তার উপর হইতে মাদক করবারী আল আমিন সুমন (৩৮), পিতা-লনী গাজী (পালিত পিতা ফুল মিয়া), সাং-শাপলাবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার পূর্বক আসামীর নিকট হইতে (ক) ২০৫ (দুইশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য আনুমানিক ১,০২,৫০০/-(এক লক্ষ দুই হাজার পাঁচশত) টাকা, খ) একটি কালো রংয়ের ইলেক্ট্রিক শর্ট মেশিন (যাহা দ্বারা মানুষের উপর নিক্ষেপ করে যন্ত্রনা দেওয়া যায়, গ) আসামীর পরিহিত বাম পায়ের মোজার ভেতর হইতে নগদ ১৫,০০০/- (পনের হাজার) টাকা ও ঘ) ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি কালো রংয়ের সুজুকি GIXXER মোটর সাইকেল উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় ০৮ টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে এবং তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মাদক ও অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধে আরও ০৬ টি মামলা রুজু পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।