বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর কারী আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদত, উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, পৌর আমীর জনাব কাওসার হোসাইন, মজলিসে মুফাসসিরিন বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা আতিকুল ইসলাম এবং আহমদাবাদ হোসাইনিয়া আলিম মাদ্রাসার সভাপতি মোঃ রুহুল আমিন। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সলিয়া বাকপুর ইউনিয়নসহ আশপাশ এলাকার অসংখ্য সাধারণ জনগণ সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সলিয়াবাকপুর ইউনিয়নের জামায়াত নেতা মোঃ ইসাহাক খান।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের করণীয়, কৌশল ও কর্মপরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মোঃ মেহেদী হাসান
বানারীপাড়া প্রতিনিধি
তারিখ: ২৮/০৮/২০২৫ ইং