রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা-খুলনা মহাসড়কের মাদ্রাসা ঘাট এলাকায় প্রাইভেটকারের চাপায় আব্দুল জব্বার মল্লিক (৭৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার মল্লিকের বাড়ি জেলার চিতলমারী উপজেলায়। তিনি মোল্লাহাটের রাজপাট গ্রামে মেয়ে জামাইয়ের বাড়ি বেড়াতে আসছিলেন। পথ পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়ির চালক সাজ্জাদকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ তথ্য নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান হাওলাদার।
###########
রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি।