মোঃ কামরুল ইসলাম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের স্বেচ্ছাশ্রমে ও নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করা হয়েছে।
রবিবার ৩১ আগস্ট সকালে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের শৌলী শাবলা গ্রামের বেলে দহ
ব্রিজের দুই পাশে অতিবৃষ্টিতে পানির স্রোতে ব্রিজের দুই পাশের মাটি দেবে যেয়ে ৪ টি গ্রামের মানুষের ও সকল প্রকার যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এলাকার মানুষের এই দুর্ভোগ দেখার যেন কেউ নেই। সাবেক বর্তমান কোন প্রতিনিধি এই কষ্ট দুর করতে এগিয়ে আসেনি। অবশেষে জামায়াতে ইসলামীর উপজেলা কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ মোঃ কামরুল ইসলাম পরামর্শে স্হানিয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে এই সংস্কারের কাজ করেন । এলাকার কর্মী আলমগীর,রঞ্জু, সুমন,আলম,বাদশা সহ ২০-২৫ জন এই কাজে আঞ্জাম দেন । এলাকার সাধারণ মানুষ খুব খুশি হয়েছেন এবং জামায়াত কর্মীদের প্রশংশা করেন। একজন মুরুব্বি মবজেল হোসেন বলেন বাংলাদেশে বহুদল দেখেছি তারা শুধু দেশের সম্পদ লুটপাট করে নিজেরা বড়ো লোক হয় । আমারা জনগণ খালি কষ্ট করে মরি । তাই এবার জামায়াতে ইসলামী কে ভোট দিবো ।