
মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)
সততাসমাজকল্যানসংস্থার
আগস্ট মাসের আপডেট
০১-০৮-২৫ইং থেকে ৩১-০৮-২৫ইং
আগস্ট মাসের কার্যক্রমঃ
১. ব্লাড রিকুয়েষ্ট ৯৩টি (ম্যানেজ ৮১টি)
২. ব্লাড ডোনেট মোট ৫৬ব্যাগ
৩. ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ৩টি
(মোটঃ ৫১৭ জন এর ফ্রী রক্তের গ্রুপ নির্ণয়)
৪. মাসিক মিটিং ১টি
৫. সদস্য সংগ্রহ মিটিং ২টি
৬. একজন রোগীর চিকিৎসার ফান্ড কালেকশন ও ২জন রোগীর সাহায্যের জন্য ২টি লাইভ ভিডিও
করা হয়।
সংগঠনের প্রতিষ্টাতা আজহারুল ইসলাম অনিক জানান
সকল স্বেচ্ছাসেবী ব্লাড ডোনার ও শুভাকাঙ্ক্ষী ভাই বোনদের অক্লান্ত পরিশ্রমের ফসল।
সবার জন্য রইলো দোয়া ও শুভ কামনা রইলো আরও বলেন,
আপনারা এভাবে সেবা মূলক কাজে এগিয়ে আসলে, সমাজ সেবা মুলককাজে বহুদূর এগিয়ে যাবে সততা সমাজকল্যাণ সংস্থা,
মহৎ সকল কাজের মধ্যে অন্যতম রক্তদান, বাঁচতে পারে রক্তদানে অন্য কোন রোগীর প্রাণ, রক্ত পেলে রোগীর ফায়দা হয় যেমনি করে, রক্তদাতার রোগ প্রতিরোধ ক্ষমতা তেমনি বাড়ে, অনেকে ভাবে রক্তদানে শরীরের ক্ষতি হয়, সঠিক নয় ভাবনা তাদের দুর করো সেই ভয়, নিয়মিত রক্তদানের ফলে হার্ট ভালো থাকে, রক্তে কোলেস্টরেলের মাত্রা আর ঝুঁকি কমে হার্ট অ্যাটাকের, তরুণ-তরুণী আছে অনেক স্বেচ্ছায় করে রক্তদান, তৃপ্তি যে পায় হৃদয়ের মাঝে বাঁচে অন্য লোকের প্রাণ। রক্তযোদ্ধা হবো সবাই স্বেচ্ছায় করে রক্তদান, পৃথিবীর বুকে রেখে যাবো মহৎ এই অবদান।
প্রধান কার্যালয়ঃ হবিগঞ্জ রোড পল্লীবিদ্যুত এর পাশে শ্রীমঙ্গল।