
এস ডব্লিউ সাগর ( তালুকদার )দোয়ারাবাজার সুনামগঞ্জ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের অন্তর্গত শ্রীপুর গ্রামের মো.সাদ্দাম হোসেন (৩৫) এর বড় মেয়ে মোছা. রত্না বেগম (১৪) স্থানীয় দ্বীনেরটুক দারুল কোরআন আলিম মাদ্রাসারয় পড়াশোনা করে।
হঠাৎ গত ৩০ আগষ্ট (শনিবার) পরিবারের কাউকে না জানিয়ে বসতঘর হতে নগদ ১৫ হাজার টাকা ও তার পরিধানের কাপড় নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়।
এর পর থেকে আর বাড়িতে আসেনি,কোন যোগাযোগ ও করেনি। আত্মীয় স্বজনসহ সন্দেহজনক অনেক জায়গায় খোঁজাখোঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।