মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)
শ্রীমঙ্গল উপজেলার ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ উত্তর সুর দক্ষিণ বাগ সংলগ্ন আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষের যাতায়াতের প্রধান সড়কটি হঠাৎ করে (২ সেপ্টেম্বর ২০২৫ ইং) বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ, এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ কবরস্থানে ও মসজিদে যাতায়াত পাশাপাশি প্রতিদিনের প্রয়োজনীয় কাজকর্ম ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে আসছে,এবং যাতায়াতের সুবিধার্থে ১৫/১৭ বছর আগে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে।
হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেয়ার কারনে এখন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে এতে করে গ্রামগুলোর মানুষ বিকল্প পথ না থাকায় মারাত্মক দুর্ভোগে পড়েছেন, এটি কেবল একটি রাস্তা নয়, কয়েকটি গ্রামের মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িত প্রধান জনপথ,
এলাকা বাসী বক্তব্যে বললেন অগ্নিসংযোগ হলে ফায়ার সার্ভিস আমাদের এলাকায় আসতে পারবে না, ইমারজেন্সি রোগীদের জন্য অ্যাম্বুলেন্স আসতে পারবে না, হঠাৎ করে রাস্তাটি বন্ধ করে দেওয়ার কারন কি জানতে চায় এলাকা বাসী।