স্টাফ রিপোর্টার , (সুনামগঞ্জ)
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২)নিখোঁজ রয়েছেন।
গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের সদস্যরা জানান, ওইদিন রাত ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে তিনি বের হন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাওলানা মুশতাক রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় নিয়মিত গণসংযোগ করছিলেন। হঠাৎ করে তার নিখোঁজ হয়ে যাওয়ায় শুধু পরিবার নয়, স্থানীয় রাজনৈতিক মহলেও ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ জানান, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নিখোঁজের ঘটনায় বুধবার রাতে তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জানান, নিখোঁজ গাজীনগরীর সন্ধানে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সক্রিয়ভাবে অনুসন্ধান চালাচ্ছে।
এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা বলেন, মাওলানা মুশতাক আহমদ একজন জনপ্রিয় ইসলামি আলেম এবং নিবেদিতপ্রাণ সংগঠক। তার হঠাৎ নিখোঁজ হওয়ায় দলীয় নেতাকর্মীসহ সমমনা অন্যান্য রাজনৈতিক নেতারাও গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন।
তারা দ্রুত তার সন্ধান ও নিরাপদে ফেরত আসার দাবি জানিয়েছেন।
এস এম মিজান,
সুনামগঞ্জ
০৪.০৯.২০২৫