
আসাদুজ্জামান,প্রতিনিধি, কুড়িগ্রাম:
০৭.০৯.২০২৫ খ্রি.চার দফা দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। আজ রোববার(৭ সেপ্টেম্বর) সকাল থেকে কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ কার্যালয়ের চত্বরে এই কর্মসূচি শুরু হয়। দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেন কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্ত হওয়া কর্মকর্তাদের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চললেও বিদ্যুৎ মন্ত্রণালয় তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং আন্দোলনের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বদলি, বরখাস্ত ও চাকরিচ্যুতির মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের অধীনে পল্লী বিদ্যুৎ সমিতি ও বোর্ডের মধ্যে দীর্ঘদিনের অর্ন্তদ্বন্দ্বের সমাধানে একাধিকবার কমিটি গঠন ও আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো বাস্তব অগ্রগতি হয়নি। বরং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বেড়েছে।
তারা দাবি করেন, পল্লী বিদ্যুৎ সমিতির কাঠামোগত সংস্কার এবং আরইবি-পিবিএস একীভূত করে কোম্পানি গঠন করতে হবে। একই সঙ্গে সকল অনিয়মিত ও চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিত করতে হবে। বরখাস্ত ও বদলি হওয়া কর্মকর্তা-কর্মচারীদের আগের কর্মস্থলে পুনর্বহাল, চাকরিচ্যুতদের চাকরিতে ফিরিয়ে নেওয়ার দাবিও জানান তারা।
এ ছাড়া, শহীদ মিনারে পূর্বের কর্মসূচিতে অংশ নিতে না পারা পাঁচজন লাইনক্রুকে আগের কর্মস্থলে যোগদানের সুযোগ দেওয়ার দাবি ওঠে। দুর্নীতির অভিযোগে যেসব কর্মকর্তা-কর্মচারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কর্মরত, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম।
০১৭১৮৬৮৫৪০৮