মোঃ রায়হান মিয়া ,(কচুয়া চাঁদপুর প্রতিনিধি)
চাঁদপুরের কচুয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯.৩০ মিনিটে কচুয়া বিশ্বরোডস্থ তৃপ্তি মিনি চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি নেতাকর্মীরা সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী।
এসময় তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা আপনাদের পাশে সবসময় আছে এবং থাকবে। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে বিএনপি নেতাকর্মীরা প্রতিহত করবে। আপনারা নির্ভয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন করবেন। পাশাপাশি কেউ কোনো ধরনের অপরাধ কিংবা বিশৃঙ্খলা করলে সবাই মিলে তাদের আইনের হাতে সোপর্দ করবেন। তিনি নির্বাচন নিয়ে আরো বলেন, একজন সৎ ও আদর্শবান ব্যক্তিকে ভোট দিবেন। কোনা দুষ্কৃতির ও অন্যায়কারীকে ভোট দিবে না। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে সবসময় আপনাদের নিয়ে কাজ করবে। পরে তিনি ৩৮টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান ও যৌথ পরিচালনা করেন পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ সাহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণী ভূষন মজুমদার তাপু,উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান,যুগ্ন আহ্বায়ক মকবুল হোসেন মিয়াজী,পৌর বিএনপির আহ্বায়ক হাবিব উল্যাহ হাবিব প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সনতোষ চন্দ্র সেন, সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার কর,সহ-সভাপতি শিবুলাল সাহা,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার,উপজেলা জন্মাষ্টমীর সভাপতি মানিক ভৌমিক,বটু কৃষ্ণ বসু,গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাজীব চন্দ্র শীল,পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি উজ্জ্বল বিশ্বাস,রতন ভৌমিক সহ আরো অনেকে।
এসময় কচুয়া উপজেলার ৩৮টি পূজা মন্ডপের সভাপতি ও নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।
এসময় উপজেলা বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন