মোঃ রায়হান মিয়া (কচুয়া চাঁদপুর প্রতিনিধি)
চাঁদপুরের কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক নতুন আশা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কচুয়া উপজেলা দৈনিক নতুন আশা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মোঃ আকাশ মিঁয়াজীর আয়োজনে সোমবার বিকাল ০৩টায় কচুয়া বিশ্বর রোড তৃপ্তি হোটেলে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরী,উপজেলা ভূমি সহকারী কমিশনার মোঃ আবু নাছির , কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শাহিনা আক্তার, উপজেলা প্রকৌশলী এলজিইডি কর্মকর্তা আব্দুল আলীম লিটন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ, সাংবাদিক খোরশেদ আলম, সাংবাদিক হাবিব উল্যাহ , সাংবাদিক ডাক্তার জাকির, সাংবাদিক আবু হানিফ নোমান, ১০ নং উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ হোসাইন জাকির, পৌর ছাত্রদলের উপদেষ্টা ইমাম হাসান প্রমূখ।
বক্তারা বলেন, অনেক পত্রিকার ভিড়েও ০৩ বছর মাথা উচু করে দাড়িয়ে আছে নতুন আশা পত্রিকা। কারণ কোন অপশক্তির কাছে নতুন আশা পত্রিকা মাথা নত করে না। সাহসী সাংবাদিকতা চর্চার কারণে এখনো নতুন আশা তার অবস্থান ধরে রেখেছে। আমরা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করি।
আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে কেক কেটে নতুন আশা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।