
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত “নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা: ২০২৫” শুক্রবার (৩ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সূচিতে উপস্থিতি, নামাজ ও মধ্যাহ্নভোজনের পর উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আমীর জনাব মোঃ মাসুক মিয়া। পরে দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি মাওলানা খালেদ আহমদ।
এ সময় কেন্দ্রীয় কমিটির ১৩ দফা নির্বাচনী কাজ উপস্থাপন করেন জেলা সেক্রেটারি জনাব মোঃ ইয়ামীর আলী। সংসদীয় আসন মৌলভীবাজার-০৪ থেকে এমপি পদপ্রার্থী এডভোকেট মোঃ আব্দুর রব “নমিনির সফর প্রত্যাশা ও প্রাপ্তি” বিষয়ে বক্তব্য রাখেন।
“নির্বাচনী কাজে ছাত্র ও যুবকদের ভূমিকা” শীর্ষক আলোচনা করেন জেলা আমীর জনাব ইঞ্জিনিয়ার শাহেদ আলী। কর্মশালার প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর জনাব মোঃ ফখরুল ইসলাম। তিনি নির্বাচনী দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কর্মশালার সমাপনী বক্তব্যের পর বিকাল ৫টায় ভানুগাছ বাজারে উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এডভোকেট কামরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আমীর অধ্যক্ষ মাসুক মিয়া,সিলেট মহানগর জামায়াতের রুকন মোঃ কামাল মিয়া,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ মনসুর আলী প্রমুক।