মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারী মর্যাদা ও নারীর ক্ষমতায়ন নিয়ে “ফ্যামিলি কার্ড” বিষয়ে নারীদের সচেতন এবং আগামী নির্বাচনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় তৃপ্তি মিনি চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারে কচুয়া উপজেলা মহিলা দল ও পৌরসভা মহিলা দলের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সমন্বয়ক মোহাম্মদ মোশাররাফ হোসেন মিয়াজী।
পৌরসভা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসির সভাপতিত্বে ও কচুয়া পৌরসভা মহিলা দলের রোজিনা বেগমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির প্রধান, উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ছামিলা আক্তার,সাধারণ সম্পাদক শিউলি আক্তার সাথী, সাংগঠনিক সম্পাদক মায়ানুর বেগম,পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুন নাহারসহ আরো অনেকে।