পত্নীতলায় বাবনাবাজ মাদ্রাসা মাঠে মিনি-বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রতিবেদকের নাম :
প্রকাশিত:
রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
পত্নীতলায় মিনি-বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মোঃ সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার পত্নীতলা (নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় স্বেচ্ছাসেবী সংগঠন চকদোচাই -বাবনাবাজ পরিবারের উদ্যোগে নজিপুর ইউনিয়নের বাবনাবাজ মাদ্রাসা মাঠে একদিনের মিনি-বার ফুটবল অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন মোঃ কাজেম উদ্দিন
দলিল লেখক (এস,আর অফিস পত্নীতলা নওগাঁ)
৪ সেপ্টেম্বর উপজেলার বাবনাবাজ মাদ্রাসা মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ৮টি দল অংশগ্রহণ করেন। প্রথম রাউন্ডে নক আউট পর্বে উদ্বোধনী ম্যাচে গগনপুর স্পোর্টিং ক্লাব নজিপুর নতুনহাট দলকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় রাজশাহী ইয়াং স্টার ক্লাব খান্দইকে পরাজিত করে। তৃতীয় খেলায় মধইল চকমহেশ সুলতানপুর পরাজিত করে।
চতুর্থ খেলায় সাপাহার ফুটবল টিম নজিপুর ছোট চাঁদপুর কে পরাজিত করে। মাঠে দর্শক কানায় কানায় পূর্ণ কোথাও তিল পরিমাণ জায়গা নেই।
সেমি ফাইনালে ৪টি দল উত্তীর্ণ হয়। সেমিফাইনালে প্রথম ম্যাচ গগনপুর বনাম মধইল চকমহেশ শুরু হলে হাঁফ টাইমের পর প্রাকৃতিক ঝড়-বজ্র -বৃষ্টি শুর হলে খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মাঠে খেলা শুরু করা সম্ভব না হলে। কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে খেলা দেওয়ার ঘোষণা দিলে দূর দূরান্ত থেকে আগত ৪টি দল অপারগতা প্রকাশ করলে তৎক্ষণাৎ কমিটির সিদ্ধান্ত মোতাবেক খেলার প্রাইজ মানির টাকা ৪ টি দলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়।