মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের টিকরিয়া গ্রামে সীমা রানী দেবী নামে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারী পানিতে ডুবে মারা যায় বলে জানা গেছে।
(৬ অক্টোবর ২০২৫ইং) রোজ সোমবার সকাল ৯ টায় সীমা রানী দেবীর স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজন তাকে অচেতন অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তখন কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে সীমা রানীকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের স্বামীর কাছে মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের সুখের সংসার ছিল আমার স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, গতকাল রাতে আমরা রাতের খাবার শেষ করে হাসিখুশি ভাবে ঘুমিয়ে পড়ি। সকালে আমার স্ত্রী ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে ঘর থেকে বের হয়, অনেকক্ষণ যাবৎ তার কোন সারা শব্দ না পেয়ে আমি ও আমার মা তাকে খুঁজতে থাকি, খোঁজার এক পর্যায়ে পুকুর পাড়ে গেলে আমরা তার দেহ পানির মধ্যে ভাসতে দেখি । তারপর সাথে সাথে তাকে পানি থেকে তুলে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। তিনি আরো বলেন, আমার ঘরের ভেতরে বাথরুম আছে,আমার স্ত্রী গোসল কিংবা অন্যান্য কাজে বাথরুমের পানি ব্যবহার করেন। সে পুকুর পাড়ে খুব একটা যাওয়া আসা করে না, সম্ভবত আজকে মুখ ধোয়ার জন্য পুকুর পাড়ে গেলে পা পিছলে পানিতে পড়ে যায় বলে তিনি ধারনা করেন।
এই বিষয়টি শ্রীমঙ্গল থানাকে অবগত করলে শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারী সঙ্গীও ফোর্স নিয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন এবং দুপুর ২ টায় মৃতদেহটি শ্রীমঙ্গল থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমার কাছে রহস্যজনক মনে হয়েছে। তাই মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট আসার পরে মৃত্যুর মূল কারণ জানতে পারবেন বলে তিনি জানান।