
মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ, মৌলভীবাজার।
মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলা আদমপুর ইউনিয়ন বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত দু’দিনব্যাপী প্রথম দিনে বিএমইটি বৃত্তি পরীক্ষা ২০২৫ আজ ১০.১০.২৫ তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
সম্মানিত অতিথি হিসেবে আজ প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে আছেন কর্নেল সালে আহমেদ, কবি সাহিত্যিক আব্দুস সামাদ, ডাঃ আব্দুল কাইয়ুম, আনোয়ার হোসেন বাবু, বিলকিস বেগম, নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম সহ
ট্রাস্ট এর নেতৃবৃন্দ।
এই মেধা পরীক্ষা শুরু হয়েছে ২০০১ সাল থেকে। এর আগে অনিয়মিতভাবে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। সংস্থাটি ২৪ বছর যাবৎ এই মহৎ কার্যক্রম অত্যন্ত সফলভাবে অব্যাহত রেখেছে।
প্রথম দিনের পরীক্ষায় পঞ্চম শ্রেণির ৭৭ জন, অষ্টম শ্রেণির ৫১ জন ও দশম শ্রেণির ৫৪ জন সহ মোট ১৮২ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দিতা করছে। পরীক্ষায় কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছে বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং,পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিএমইটি বৃত্তি পরীক্ষা ইতোমধ্যে স্বচ্ছ মেধা বৃত্তি পরীক্ষা হিসেবে সুপরিচিতি ও বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হয়েছে। এই মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্যে প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন মেধাবী শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকগণ।
নিরপেক্ষতা বজায় রাখার জন্য প্রকাশনা সংস্থা থেকে প্রশ্ন আনা হয় এবং কোডিং পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়। নিরপেক্ষভাবে উত্তরপত্র মূল্যায়নের পর প্রতি শ্রেণিতে ০৫ জন করে মোট ১৫ জন সর্বোচ্চ নম্বরধারী মেধাবী শিক্ষার্থী নির্বাচন করা হয়।
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ক্রেস্ট ও এককালীন নগদ অর্থ দিয়ে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জ্ঞাপন করা হয়।