
মোঃ রায়হান মিয়া,কচুয়া চাঁদপুর প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন ও পীর সাহেব চরমোনাই মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের এমপি পদপ্রার্থী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় সদস্য মুফতি উমর ফারুক ইব্রাহিমী ব্যাপক গণসংযোগ করেছেন।
শনিবার (১ নভেম্বর) বিকাল থেকে তিনি উপজেলার ৩ নং বিতারা ইউনিয়নের বাইছারা বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে উপস্থিত জনগণের উদ্দেশ্যে মুফতি উমর ফারুক ইব্রাহিমী বলেন, “আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। যেখানে অবিচার ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। আপনাদের সঙ্গে নিয়ে আমি ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে চাই। হাতপাখা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে সংসদে পাঠান, ইনশাআল্লাহ বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করবো।
এসময় কচুয়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহ-সভাপতি গাজী গোলাপশাহ , সাধারণ সম্পাদক মনির তালুকদার, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রিন্সিপাল দেলোয়ার হাফেজ, শরীফ আহম্মেদ, তোফায়েল আহম্মেদসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।