
মো: নাইমুল হক স্মরণ, দুর্গাপুর উপজেলা প্রতিনিধি:
আজ (১৩ ই নভেম্বর ২০২৫) নিষিদ্ধ আওয়ামী তত্ত্বাবধানে সারাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে বিতর্কিত রাজনৈতিক দল আওয়ামীলীগ।
নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী লীগের তেমন কোনো কর্মসূচি পরিলক্ষিত না হলেও ভোর রাতে তারা মশাল মিছিল করে। ভোরে সূর্যোদয়ের আগেই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এই মিছিল করে তারা। তাদের দাবি, আদালতের রায় অবৈধ তারা এই রায় মেনে নিবে না। এছাড়া তাদের দাবি ইউনুস সরকার অবৈধ।তাই তারা ভোরে লকডাউন কর্মসূচি, ডঃ মুহাম্মদ ইউনুস এর পদত্যাগ এবং আদালতের রায়ের বিরুদ্ধে মশাল মিছিল করে। এই মশাল মিছিলটি পরিচালনা করেন মঈন ইবনে সাঈদ সৌরভ। ভোর রাতের পর থেকে দুর্গাপুর উপজেলায় আর কোন আওয়ামী কর্মসূচি পরিলক্ষিত হয়নি। উক্ত উপজেলার জনজীবন সাধারণভাবেই অতিবাহিত হচ্ছে, নেই কোনো অরাজকতা।