
রাশেদ আলম ( বাবু) চন্দ্র গঞ্জ থানা, প্রতিনিধি
চন্দ্র গনজ ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বি এন পির সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম জহির অনুমানিক রাত ৮ টায় বাড়ি য়াওয়ার পথে,পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে গুলি ও কুপিয়ে হত্যা করে, রাস্তায় পেলে রেখে চলে য়ায়। স্থানীয় লোকজন গুলির আওয়াজে শুনে সামনে এগিয়ে দেখে নিহত জহিরের মৃতদের নিথর পড়ে আছে। চন্দ্র গঞ্জ অফিসার ইনচার্জ বলেন মৃত জহির মাদক ব্যাবসার সাথে জড়িত, তার নামে ( পাঁচ টি) মাদক মামলা চলমান। স্হানীয় জনগন জানায় নিহত জহির অত্যন্ত জনপ্রিয় ছিলেন গরীব দুঃখীর মাঝে। কিছু দিন আগে তিনি ১০ বান্দ টিন গরীব দুঃখী র মাঝে বিতরন করেন। এবং অনেক নিরীহ মানুষ কে সাহায্য সহযোগিতা করে থাকেন প্রতিদিন। লক্ষীপুর জেলা গণমানুষের নেতা শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী ঘটনা স্থান পরিদর্শন করে, নিহত জহিরের খুনি কে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন খুনি কে প্রশ্রয় দেওয়া য়াবে না। পুলিশের প্রতি অনুরোধ জানান য়ে কোন মুল্যেহোক খুনিকে আটকের দাবি জানান।