
মোং ইব্রাহিম হাওলাদার পিরোজপুর জেলা পতিনিধি
২০ ডিসেম্বর সকাল ১০ টা ৩৮ মিনিট হটাৎ অনুভূত প্রভাব ভূমিকম্প পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডে স্থানীয় শক্ত কাফনে মানুষ দিশেহারা ঘরবাড়ি খোলা স্থানে বাহিরে চলে আসলো।
স্থানে বাসিন্দাদের জানাই, অনেকদিন পর এমন তীব্র দুলুনি অনুভূত হয়েছে । একজন প্রত্যক্ষদশী বলেন, আমার জীবনে প্রথম এত জোরে ভূমিকম্প টের পেলাম মাথা ঝিম ধরে ও শরীর ছিনিমিনি করেছে আল্লাহর রহমত করে
দুলিনির কারনে বাড়ির দরজা – জালানা কেঁপে ওঠে কিছু স্থানে আসবাবপত্র নড়েচড়ে যায়। বহুতল ভবনে থাকা মানুষদের আতঙ্ক ছড়িয়ে যায় তাপমাত্রা ছিল আরো বেশি তারা দ্রুত নিচে নামতে দেখা গিয়েছে এবং বিভিন্ন জায়গা ক্ষয়ক্ষতি দেখা গেছে ভবন গুলোতে রাস্তাঘাটে গাড়িগুলো উল্টে ছিটকে পড়ে যায়।
অতএব; বড় কোনো ক্ষতি খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের তাপমাত্রা সম্পর্কে জানতে আবহাওয়া অধিদপ্তর অপেক্ষা করছে স্থানে প্রশাসন
বিশেষ সতর্ক করে জানিয়ে দেওয়া উচিত ছিল আবহাওয়া অধিদপ্তর টেলিভিশনের পর্দায় তাহলে সাধারণ জনগণ সতর্ক থাকাতে পারতো