
হাফিজুর রহমান রিপোর্টার (মধুপুর )টাংগাইল
শুক্রবার (২১ নভেম্বর২০২৫) টাঙ্গাইল মধুপুর রানী ভবানী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সোসাইটি ফর সোসাল সার্ভিস, (এস এস এস)এর উদ্যোগে মেলার আয়োজন করেন।
উক্ত মেলায় কৃষি প্রযুক্তি প্রদর্শনীয় উদ্যোক্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায়
সভাপতিত্ব করেন , সোসাইটি ফর সোসাল সার্ভিস এর নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার, সন্তোষ চন্দ্র পাল
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন
প্রবন্ধ বক্তা
সোসাইটি ফর সোসাল সার্ভিস ও ফোকাল পার্সন আর এমটিপির (এস এস এস)এর সিনিয়র প্রোগ্ৰাম ম্যানেজার __ প্রদীপ কুমার সরকার
মুল প্রবন্ধ উপস্থাপক
এ কে এম ওয়াহিদুল হক
ফুট টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সয়েল বিভাগ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সন্তোষ টাঙ্গাইল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল- রানা
মধুপুর সরকারি কলেজের বিভাগীয় প্রধান মোঃ সাইফুল ইসলাম
মধুপুর রানী ভবানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছেদ
মধুপুর প্রেসক্লাবের সভাপতি,
জয়নাল আবেদীন সরকার
সার্বিক ব্যবস্থাপনায়, সহকারি পরিচালক সোসাইটি ফর সোসাল সার্ভিস, গাজি এনামুল করীম
বক্তারা বিভিন্ন কৃষি পন্যর উপর গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএস এস) পরিবেশ কর্মকর্তা তুষার পাল