
স্বপ্ন আচার্য়্য দূর্জয় (বাঁশখালী উপজেলা, প্রতিনিধি)
অদ্য চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার রিপু হত্যার অভিযুক্ত এক পলাতক আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে “র্যাব।
আমরা তদন্ত সূত্রে জানতে পারি যে, গ্রেপ্তারকৃত আসামির নাম মোক্তার হোসেন।
এই অভিযানটি পরিচালনা হয়,৩০ নভেম্বর রবিবার বিকাল ৫ ঘটিকার সময় বাঁশখালীর উপজেলার পৌরসভারস্থ কাজী মসজিদ এলাকার হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে “র্যাব।এমন বিজ্ঞাপতি উঠে এসেছে আজকে।
উক্ত ঘটনার গ্রেপ্তারকুৃত আসামি মোক্তার হোসেন, বাঁশখালী উপজেলার পৌরসভার উওর জলদী বাসিন্দা মৃত আজম উল্লার ছেলে।
“র্যাব বিজ্ঞাপত্তিতে জানা যায় যে,মৃত রিপু আক্তার ছিলো বাঁশখালী পৌরসভার লস্কারপাড়ার স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদের স্ত্রী।
আমরা মৃত রিপু আক্তারের বাড়ীর স্থানীয় লোকজনদের কাছ থেকে জানতে পারি যে, তার বাপের বাড়ির সাথে জায়গা জমি নিয়ে মামলা চলছিল মৃত রিপু আক্তার সাথে। গত ২৩ অক্টোবর বাড়ির উঠানে হাটাহাটি করার সময় অভিযুক্ত আসামিদের সাথে কথা-কাটাকাটি হয়। রিপু যখন প্রতিবাদ করতে যায় তখন লোহার রড,ইটের টুকরো দিয়ে আহত করে।
পরে সেখান থেকে উদ্ধার করে, মৃত রিপু আক্তারকে স্থানীয়রা মিলে সরকারি মেডিকেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনা তার স্বামী নুর মোহাম্মদ বাদী হয়ে বাঁশখালী থানার হত্যা মামলা অভিযোগ করে।
র্যাব -৭ এর সহকারী পরিচালক গণমাধ্যম কে জানায় যে, মামলা অভিযোগ ধায়ের করার পর অভিযুক্ত আসামি মোক্তার হোসেনকে গ্রেপ্তার বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।