
আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
আজ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর বিকেল ৩ টায় চট্টগ্রাম ৯ আসনের ধানের শীষের প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম এর উদ্যোগে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে ব্যতিক্রমধর্মী এক বর্ণাঢ্য রোড়-শো নগরীতে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ৯ আসনের বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী ও নির্বাচনী এলাকার সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য রোড-শো তে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জননেতা এস এম সাইফুল আলম। ধানের শীষের পক্ষে ব্যতিক্রমধর্মী এই রোড-শো চট্টগ্রাম মহানগরীর কদমতলী – স্টেশন রোড- নিউমার্কেট – জামালখান- চট্টগ্রাম প্রেসক্লাব- কাজিরদেউরী – লালখান বাজার – দেওয়ানহাট হয়ে ধনিয়ালাপাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় বায়তুশ শরফ সম্মুখে এসে শেষ হয়। বর্ণাঢ্য রোড -শো শেষে চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী এস এম সাইফুল আলম জনগণ ও নির্বাচনী এলাকার বিএনপির নেতা-কর্মীদের আজকের রোড -শো ‘র সফল করার ধন্যবাদ জানান এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বির্নিমাণে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার আহবান জানান।