
মাহফিল আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
আজ শুক্রবার, ২৮ নভেম্বর বাদ আছর চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবন সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিল এ উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ – সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, এম এ আজিজ, কাজী বেলালসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা। দোয়া মাহফিল এ মসজিদের সন্মানিত খতীব বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করার পাশাপাশি দেশের উন্নতি এবং শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন।