
আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
নির্বাচনী গণসংযোগের ৩য় দিনে চট্টগ্রাম ১১ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী গড়ার জন্য সুপরিকল্পিত উন্নয়নের জন্য ধানের শীষকে জয়যুক্ত করার আহবান জানান। নির্বাচনী গণসংযোগটি সকাল ১১ টায় নগরীর রেড়িও স্টেশন রোড় থেকে শুরু হয়ে ডেবারপাড়, কমার্স কলেজ রোড়, মোগলটুলী, মতিয়ারপোল, বড়ুয়াপাড়ায় গিয়ে সমাপ্ত হয়। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল, ডবলমুরিং থানা বিএনপির সাবেক সিঃ যুগ্ম সম্পাদক জাহেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন সোহেল, ২৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আবদুস সবুর আকবর, আবদুর রহমান, হাজী আবদুর রহিম, যুবদল নেতা সৈয়দ রাজিবুল হাসান রানা, শেখ ইয়াছিন ইসলাম নওশেদ, খলিলুর রহমান বাপ্পিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।