
মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
চাঁদপুরের কচুয়া উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইরাহীমিয়া (উজানী মাদ্রাসা)–র বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে তৈরি হয়েছে ধর্মীয় আনন্দরূপী এক বিশেষ আবহ। বহু বছর ধরে এ মাদ্রাসা ইসলামিক শিক্ষা, দ্বীনী চর্চা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসায় এর মাহফিলকে ঘিরে প্রত্যাশা থাকে পুরো অঞ্চলের মানুষের।
ঘোষণা অনুযায়ী, এ বছরের মাহফিল অনুষ্ঠিত হবে ২৫ ও ২৬ ডিসেম্বর ২০২৫, যা বাংলা সনের ১০ ও ১১ পৌষ ১৪৩২—বৃহস্পতিবার ও শুক্রবার। দিনব্যাপী ও রাতব্যাপী ধর্মীয় আলোচনা, দাওয়াতি বয়ান, ইলমী পরামর্শ এবং কুরআন–হাদিস ভিত্তিক নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন শায়েখ ও অতিথি আলেমগণ।
মাহফিলের প্রস্তুতি নিতে মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা ও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা। দূর-দূরান্ত থেকে মুসল্লিদের অংশগ্রহণ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী কমিটি ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছে।
মাদ্রাসার মোতাওয়াল্লী ও দায়িত্বশীলরা জানান, প্রতি বছর এ মাহফিলকে কেন্দ্র করে হাজারো মানুষের সমাগম ঘটে। মানুষ দ্বীনী জ্ঞান অর্জন ও রুহানী সুস্থতার উদ্দেশ্যে আগ্রহ নিয়ে অংশ নেয়। তাই সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ইসলামী চেতনাকে জাগ্রত করা, সুন্নাহর চর্চা বৃদ্ধি, সমাজে নৈতিক মূল্যবোধের বিস্তার এবং নেকির পথে উৎসাহিত করাই মাহফিলের মূল লক্ষ্য—এমনটাই জানিয়েছেন আয়োজকরা।
মাহফিলকে সফল করতে সকল দ্বীনপ্রাণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছে উজানী মাদ্রাসা কর্তৃপক্ষ।