
মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
চাঁদপুরের কচুয়া ডাকবাংলো হল রুমের মূল ফটকের সামনে প্রতিদিনই এলোমেলোভাবে সিএনজি ও অটোরিকশা ফেলে রাখার কারণে এলাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। দিনের ব্যস্ত সময়ে গুরুত্বপূর্ণ এ প্রবেশপথটি প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, ফলে সরকারি কাজ, সভা-সমাবেশ কিংবা সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, ডাকবাংলো হল রুমে প্রায়ই বিভিন্ন সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অথচ প্রধান গেটের সামনেই অটোরিকশা দাঁড় করিয়ে রাখায় অতিথি, কর্মকর্তা এবং সাধারণ সেবাগ্রহীতাদের প্রবেশ করতে বিপাকে পড়তে হয়। অনেক সময় গেটের সামনে যানজট তৈরি হয়ে আশপাশের সড়কেও চাপ বৃদ্ধি পায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী বলেন, “প্রতিদিনই একই দৃশ্য। গেটে ঢুকতে গেলেই সিএনজি আটকায়, অনেক সময় অনুষ্ঠান শুরুর আগেই মানুষকে ঝামেলায় পড়তে হয়। কর্তৃপক্ষ চাইলে খুব সহজেই এই সমস্যার সমাধান করতে পারে।”
এলাকার সচেতন ব্যক্তিরা মনে করছেন, গেটের সামনে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞার সাইনবোর্ড, নিয়মিত মনিটরিং এবং বিকল্প স্ট্যান্ড নির্ধারণ করলে এই বিশৃঙ্খল অবস্থা দূর করা সম্ভব। তারা দ্রুত উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জনগণের স্বার্থে কচুয়া ডাকবাংলো হল রুমের সামনে শৃঙ্খলাবদ্ধ পরিবেশ নিশ্চিত করা এখন জরুরি হয়ে পড়েছে।