
মো: বেলাল হোসেন, দিনাজপুর
তথ্য অধিকার আইন পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমে দেশে দুর্নীতি কমিয়ে আনার লক্ষ্যে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), দিনাজপুর এর ইয়েস গ্রুপ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন বিষয়ক কাম্পেইন পরিচালনা করে। তরুণ শিক্ষার্থীদের সাথে তথ্য অধিকার আইনের ব্যবহার, তথ্যের গোপনীয়তা পরিহার এবং আইনটি কার্যকরকরণে শিক্ষার্থীদের ভুমিকা ও দুর্নীতিবিরোধী আন্দোলনে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ১১ ডিসেম্বর ২০২৫ সকাল ১০.৩০টা হতে দুপুর ২.৩০টায় পর্যন্ত এই ক্যাম্পেইন পরিচালিত হয়।
সনাক সিনিয়র সদস্য জনাব প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার এর সভাপতিত্বে ও উদ্ধোধনের মধ্যদিয়ে দিনব্যাপী তথ্য অধিকার আইন বিষয়ক ক্যাম্পেইনের সূচনা হয়।
বিশ্ব বিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অগ্রহের সাথে তথ্য অধিকার আইন ব্যববহার করে ঘরে বসেই তথ্য সংগ্রহের পরো প্রক্রিয়াটি জানতে পাড়ায় সনাক-টিআইবিকে অনেক ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত জ্ঞান অর্জনে বিষয়টি সহায়ক হবে বলে তারা মতামত ব্যক্ত করেন।
সনাক দিনাজপুর এর ইয়েস সদস্যরা তথ্য অধিকার আইনের ব্যবহার এবং হাতে-কলমে আবেদন ফরম পূরনের প্রক্রিয়া, আপীল আবেদন ও অভিযোগ দায়েরের পদ্ধতি সাধারণ শিক্ষার্থীদের শেখান।
ইয়েস সদস্যবৃন্দের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাক সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম ও তারিকুজ্জামান তারেক ও টিআইবির এরিয়া কোঅর্ডিনেরট মোঃ আব্দুল হান্নান আজাদ।
প্রায় ৩৫০ শিক্ষার্থী দিনব্যাপী এই ক্যাম্পেইনে তথ্য অধিকার আইনের ব্যবহার বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন ।