
মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
চাঁদপুরের কচুয়া উপজেলায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
সভায় কচুয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন, মাদক ও অপরাধ দমন, প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা তাদের মতামত, সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার সংশ্লিষ্ট বিষয়গুলো মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় বক্তারা বলেন, এ ধরনের মতবিনিময় সভা প্রশাসন ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করে। ফলে উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।