
মোঃ রায়হান মিয়া চাঁদপুর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলায় সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। আগামী ৩ জানুয়ারি (বুধবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কচুয়া উপজেলার প্রার্থীদের জন্য এ কার্যক্রম নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী চাঁদপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে নির্ধারিত সময় অনুযায়ী কচুয়া উপজেলার প্রার্থীদের যাচাই-বাছাই সম্পন্ন করা হবে।
এ সময় প্রার্থীদের মনোনয়নপত্র, সংযুক্ত কাগজপত্র ও হলফনামা পর্যালোচনা করা হবে। একই সঙ্গে নির্বাচন আচরণবিধি মেনে চলা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।
সংশ্লিষ্ট সকল প্রার্থী ও তাদের প্রতিনিধিদের নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।