
মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
চাঁদপুরের কচুয়া উপজেলায় আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাবিব খান আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান রাসেলের কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর সভাপতি মিজানুর রহমান খান, উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক হানিফ মিয়াজী, সাবেক পৌর সাধারণ সম্পাদক কবির হোসেন সেলিম, কড়ইয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলী আক্কাস, ৮নং ওয়ার্ড সভাপতি সেলিম মিয়াসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় জাতীয় পার্টির নেতারা বলেন, কচুয়ার সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় প্রার্থী হাবিব খান নির্বাচন করছেন।
জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী হাবিব খান আশা প্রকাশ করেন, সাধারণ ভোটারদের ব্যাপক সমর্থনে জাতীয় পার্টি বিজয়ী হবে।
মনোনয়নপত্র দাখিল শেষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দলীয় কর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।