
মোঃ হাফিজুর রহমান প্রতিনিধি( মধুপুর) টাঙ্গাইল
বৃহস্পতিবার (০১জানুয়ারি ২০২৬) বিকালে মধুপুর আজাদ সমর্থক গোস্টি এর কার্যালয়ে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী, মমতাময়ী মাতা, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের কমনার জন্য দোয়া মোনাজাতের আয়োজন করেন টাঙ্গাইল ১ (মধুপুর -ধনবাড়ি)আসনে স্বতন্ত্র প্রার্থী লেঃ কর্নেল আসাদুল ইসলাম আজাদ সমর্থক গোস্টীর কর্মী সমর্থক।
জানা জায় ৩০ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ছয় টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসাদুল ইসলাম আজাদ এর (বড় ভাই )আসরাফুল ইসলাম মাসুদ,
মোনাজাত পরিচালনা করেন,মাওলানা আব্দুল জলীল হু আরো উপস্থিত ছিলেন আজাদ নির্বাচনীয় কমিটি আহবায়ক,আবুল কালাম আজাদ, কর্নেল আজাদ নির্বাচনী সমর্থক
হাফিজ মেম্বার ও আনিসুর রহমান, সহ মধুপুর উপজেলা ও পৌর জনসাধারণ, আজাদ সমর্থক লোকজন। মোনাজাতে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাতে করা হয়।