
মো: জাকির হোসেন (বিশেষ প্রতিনিধি)
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে e application আহ্বান করা হচ্ছে।
স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১ টি। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ এবং কারিগরিতে ৮৭৩ টি পদ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, e application ফরম পূরণ ও প্রিজমাদানের তারিখ ১০ জানুয়ারি ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত বারোটা পর্যন্ত।
আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধনের সনদের মেয়াদ :চার জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে তিন বছর। (শিক্ষা মন্ত্রণালয়ের গত এক জানুয়ারি ২০২৬তারিখের নির্দেশনা অনুযায়ী কর্মরত ইনডেক্সধারি শিক্ষকগণ সমপদে আবেদনের যোগ্য হবেন না)
শুন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী পথ ভিত্তিক শূন্য পদের তালিকা আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এনটিআরসিএ এর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd পাওয়া যাবে।