মোঃ রেদওয়ান(স্টাফ রিপোর্টার)
বরিশাল শহরের রুপাতলী ও নতুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকায় দুটি ফুট ওভার ব্রিজের জরুরী প্রয়োজন অনুভব করছেন নিয়মিত সড়ক পারাপার হওয়া জনসাধারণ।
নতুল্লাবাদ বাস স্ট্যান্ড ও রুপাতলী বাস স্ট্যান্ড এলাকা বরিশাল শহরের খুবই ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ দুটি স্থান। প্রতিদিন বিভিন্ন রুটের অসংখ্য ভারী যানবাহন চলাচল করছে এখানের সড়ক থেকে।
একাধিক সড়কের সংযোগ স্থল হওয়ায় মাঝে মধ্যে যানজটও লেগে থাকে এ প্রসস্ত সড়কে।
ব্যস্ততম এই সড়কই ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার করতে হচ্ছে বিভিন্ন বয়সের জনসাধারণকে।
বরিশাল মহানগরে অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেসব প্রতিষ্ঠানের কর্মী ও বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে এ সড়ক পার হচ্ছেন প্রতিদিন।
সড়ক পারাপার হতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে বৃদ্ধ ও নারীদের।
যে কোন সময় হতে পারে মর্মান্তিক কোন দূর্ঘটনা। বাস কিংবা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিভে যেতে পারে জীবন প্রদীপ!
এমতাবস্থায় নিরাপদে সড়ক পারাপারে নতুল্লাবাদ ও রুপাতলী দুটি ফুট ওভার ব্রিজ তৈরীর দাবী উঠেছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে।
এ দাবী নতুন নয়!
বিগত আওয়ামিলীগ সরকারের আমলেও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের কাছে এ দাবী তুলেছিলো বরিশালের মানুষ।
কিন্তু পূরন হয়নী!
এখন অনন্তবর্তীকালীন সরকারের আমলে নতুন করে আবার আশায় বুক বেদেছেন জনসাধারণ।